বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত :
ডেইলি নিউজ নিজস্ব প্রতিনিধি/ আজ ৫ডিসেম্বর ২০২৫ বাদ আছর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি অংঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া – র সুস্থতা কামনায় বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম মুসা ভিপি, জেলা বিএনপির সহ–আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য সালে মুসা, সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ। বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া -সহ সকল মুসলিম উম্মাহ “র জন্য দোয়া করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম,আব্দুল করিম চেয়ারম্যান, শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শূকরী সেলিম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, পৌর বিএনপি’র সিঃ সহ-সভাপতি রফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম সম্পাদক মোঃ রুস্তম, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।