ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবু মুছা হত্যার মূল আসামি ঢাকায় গ্রেফতার
স্টাফ রিপোর্টার রোমন হায়দার(বাঞ্ছারামপুর) // ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মুছা সরকারের হত্যাকাণ্ডের প্রধান আসামি সায়েমকে ঢাকা মিরপুর এলাকা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা ডিএসবির চৌকস টিম।
পুলিশের গোয়েন্দা সংস্থা ডিএসবির তথ্য মতে প্রধান আসামি সায়েম । আসামি সায়েম নিজে স্বীকার করে ছুরি দিয়ে সাবেক মেম্বার আবু মুছাকে খুন করে। পরে পুলিশের একটি চৌকস টিম আসামির দেয়া তথ্য অনুযায়ী সেখান থেকে খুন করার চুরিটি উদ্ধার করে। সকালে তাকে বাঞ্ছারামপুর মডেল থানায় আনা হয়। বর্তমানে বাঞ্ছারামপুর থানার হাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনের প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানোর হবে।