ব্রাহ্মণবাড়িয়া কসবায় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার
ডেইলি নিউজ নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া,
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০০.০৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানাধীন বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযানস্থল থেকে ১২ (বারো) কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুতপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ বজলু মিয়া (৪০)। তিনি মৃত রইছ উদ্দিনের পুত্র ও রেজিয়া খাতুনের সন্তান। তার বাড়ি সৈয়দাবাদ গ্রামে, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।