শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকি–বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত। নাসিরনগরে সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামালের ১৩তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধা নিবেদন এস এ কে একরামুজ্জামান সুখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার; ট্রাকসহ দুই চোরাকারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া  কসবায় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; প্রাইভেটকার সহ ০২ মাদক কারবারী গ্রেফতার বাঞ্ছারামপুর বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ বাঞ্ছারামপুরে ১১৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ মহসিন গ্রেফতার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ায় সোসাইটি জাপানের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় সোসাইটি জাপানের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর) ব্রাহ্মনবাড়িয়া।

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬,
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ রবির বাজারে সোমবার (৫ জানুয়ারি) সকালে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান।
অনুষ্ঠানে শতাধিক মানুষ কম্বল ও গরম পোশাক গ্রহণ করেন। উদ্বোধক মাওলানা মারুফ হাসান দোয়া ও মিলাদের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, বিশেষ অতিথি রাহান উদ্দিন, ইউনুস মিয়া ও ইব্রাহিম মেম্বার, স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবকরা।
শীতবস্ত্র বিতরণের পর অভিভূত এক বৃদ্ধ বলেন, “রাতে কাঁপতে কাঁপতে ঘুমাইতাম। আজ কম্বল পেয়ে মনে হইতেছে আল্লাহ আমাদের কথা ভুলে যান নাই।” আরেকজন অসহায় নারী বলেন, “বাচ্চাগুলারে নিয়ে খুব কষ্টে আছিলাম। আজ কম্বল পেয়ে মনে শান্তি পাইছি।” জাপান থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি চৌধুরী মো. রবিউল ইসলাম। তিনি বলেন, “মানবতার সেবাই আমাদের মূল দর্শন। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম (রাজীব) বলেন, “শীত শুধু প্রকৃতির দুর্যোগ নয়, দরিদ্র মানুষের জন্য এটি কঠিন পরীক্ষা। সামান্য সহায়তা দিয়েই আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।” উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ সুজন। এছাড়া জাপান থেকে কমিটির সদস্য সবুজ চৌধুরী ও কামরুল ইসলাম শিপু শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানের শেষপর্বে সাংবাদিক এটিএম আলী আহাম্মেদ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “এ ধরনের কর্মসূচি সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।” শীতের সকালে কম্বল জড়িয়ে শীতার্ত মানুষের চোখে কৃতজ্ঞতার ভাষা আর মুখে প্রশান্তির হাসি ফুটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page