গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির পক্ষে দেশমাতা বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার রোমন হায়দার
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির পক্ষে দেশমাতা বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ১১নং ছলিমাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলন। দেশমাতা বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি কামনায় ছলিমাবাদ হাইস্কুল মোড়ে এই দোয়া করা হয়। কাউছার আহমেদ এর সভাপতিত্বে ও হেলাল সরকার এবং মামুন হাসান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাহাবুব আলম কাইয়ূম। আরো উপস্থিত ছিলেন তাতী দলের ইউনিয়ন সভাপতি আবদুল আউয়াল, ছলিমাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, জাসাসের উপজেলা আহ্বায়ক এম এ সালাম, শ্রমিকদলের উপজেলা আহ্বায়ক মনিরুল ইসলাম, হারুন মিয়া, আপেল মাহম্মুদ এবং গণসংহতি আন্দোলনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল সরকার, নাজমুল হাসান, সফিক মিয়া, ডালিম সরকার, মাসুদ সরকার, ময়না আক্তার, হামিদা বেগমসহ ছলিমাবাদ ইউনিয়নের গণসংহতি আন্দোলনের সকল নেতাকর্মীবৃন্দ। । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহসিন সরকার।